
ক্লাসমেট ভেঞ্চারস আয়োজিত মধ্যবঙ্গের সেরা পুজো ২০২৫ সহযোগিতায় ক্রিয়েটিভ জোন মোশন পিকচার, জীবিটোগ্রাফি, চরিত্রায়ন অনির্বেদ, মৌসুমী শপ, বিবিএমএস ফ্যামিলি এবং সিনেমা ও সাহিত্য ম্যাগাজিন।
তারা পুজো পরিক্রমায় পৌঁছে গিয়েছিলেন মধ্যবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের খাগড়া এলাকায় নতুন বাজার মিলন সংঘের দুর্গাপুজোতে। তাদের পুজো এবার ৫১ তম বর্ষে পদার্পণ করল। এবারের তাদের থিম হয়েছিল বিভাজন এবং সংযোজনের শৈল্পিক মেলবন্ধন। এবং উক্ত পুজো কমিটির সদস্য অজয় মিত্র জানিয়েছেন তারা এই থিমটি ভাবনা এনেছেন ইংরেজদের শাসন থেকে শুরু করে বর্তমান সমাজের পরিবারদের থেকে বিভাজন হওয়ার ভাবনা থেকে। তারা বিভাজন থেকে সংযোজন হওয়ার বার্তা দিতেই এই থিমটি বানিয়েছেন।

তারা ক্লাসমেট ভেঞ্চারস এর পক্ষ থেকে মধ্যবঙ্গের সেরা পুজো ২০২৫ এর তরফ থেকে স্মারক সম্মান পেয়ে আনন্দিত।
ক্লাসমেট ভেঞ্চারস এর তরফ থেকে উপস্থিত ছিলেন বিশাল বিশ্বাস, শুভঙ্কর সরকার , অনির্বেদ চট্টোপাধ্যায় এবং সম্রাট।