
আজ বুধবার সাপেক্ষে জ্যোতিষ :
মিঠুন ও কন্যা রাশি হলো বুধের ক্ষেত্র। বুধ কন্যা রাশিতে উচ্চ থাকেন আর মীন রাশিতে নিচস্থ থাকেন। এর মূলত্রিকোণ রাশি কন্যা। নবগ্রহের মধ্যে বুধকে কালপুরুষের মুখপাত্র গ্রহ বলা হয়। বুধ অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী নক্ষত্রের স্বামী। বুধকে শুভগ্রহ হিসেবে গণ্য করা হলেও পাপ গ্রহের সঙ্গে যুক্ত হলে পাপ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়
বুধ বালক গ্রহ যে গ্রহের সঙ্গে মিলিত হয় সেই গ্রহের ফল বা শক্তি বৃদ্ধি করে যেমন বুধাদিত্য যোগে জাতক বা জাতিকা সুপ্রতিষ্ঠা লাভ করে। কেন্দ্রে দ্বিতীয় ও তৃতীয় বুধ থাকলে জাতক সুচিকিৎসক হয়। পঞ্চমে বুধ থাকলে জাতক বুদ্ধিমান ও বিদ্বান হয়। বুধ মঙ্গল ও শুক্রের একত্র অবস্থানে জাতক বা জাতিকা অবিনশ্বর কীর্তির অধিকারী হয়ে থাকে। বুধ চন্দ্র ও রবির একত্রে অবস্থানে জাতক ধার্মিক হয়ে থাকে।
কুন্ডলীতে বুধ অশুভ বা নিচস্থ হলে জাতকের মধ্যে পুরুষার্থ শক্তি কম হয়। জাতকদের male hormones এর অভাব দেখা যায়। মনের অস্থিরতার কারণে এরা কোন কাজে মনস্থির করতে পারে না। অশুভ বুধের প্রভাবে জাতক অসৎ সঙ্গে মিশে উশৃংখল ও অসামাজিক হয়ে পড়ে। মন মেজাজ ঠিক থাকে না সব কাজকর্মে ভুল হয়। অর্থের চিন্তায় বিব্রত হয়ে পড়ে। পারিবারিক ক্ষেত্রে এবং বন্ধু-বান্ধবের সাথে কলহ ও অশান্তি দেখা যায় ।জাতক নিজেই নিজের শত্রু হয়ে থাকে ।জাতকের সাধারণ জ্ঞানের অভাব হয়ে থাকে। এরা অন্যের মনে অকারণ ব্যথা দিয়ে থাকে। পরনিন্দা করতে ভালোবাসে, নিজের সামান্য লাভের জন্য অন্যের ক্ষতি করতে পিছপা হয় না।
প্রতিকার :
১) বুধের রত্ন পান্না ধারণ, যন্ত্রমন্ত্র এবং বুধের অর্ঘ্য প্রদান
২) প্রতি বুধবার মা দুর্গা এবং গণেশের পূজা করুন
৩)২৭ টি দূর্বা সবুজ কাপড়ে সবুজ সুতো দিয়ে বেঁধে নিজের কাছে রাখুন প্রতি বুধবার পাল্টে নেবেন
৪)কোন অবিবাহিত মেয়েকে বুধবার অর্থ বা কোন সবুজ�