
আজ বৃহস্পতিবার সাপেক্ষে জ্যোতিষ :
ধনু এবং মীন রাশি হল বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতি ।কর্কট রাশিতে উচ্চ থাকেন এবং মকর রাশিতে নিচস্ত থাকেন এর মুল ত্রিকোন রাশি ধনু। নবগ্রহের মধ্যে বৃহস্পতির দ্বারা কালপুরুষের জ্ঞান লাভ হয়। বৃহস্পতিকে শুভগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বৃহস্পতি পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের স্বামী। জন্ম ছকে বৃহস্পতি হলেন পঞ্চম ,নবম এবং দশম ভাবের কারক।
জন্ম ছকে বৃহস্পতি যে স্থানে অবস্থান করেন সেই স্থানেরই ফল বৃদ্ধি করে তাই বৃহস্পতির অপর নাম জীব।বৃহস্পতির স্থিতি অপেক্ষা দৃষ্টি বেশি মঙ্গলপ্রদ । পুত্র ,বিদ্যা ,বুদ্ধি, স্বাস্থ্য, জ্ঞান, ধন ,ধান্য, সম্পত্তি, ধর্ম ,তীর্থযাত্রা, জীবনী শক্তি ,পিতা ,তত্ত্বজ্ঞান ইত্যাদি বৃহস্পতির শুভ অবস্থানে শুভ হয়ে থাকে। গোচরে বৃহস্পতির সঙ্গে শুক্র যুক্ত হলে জাতকের বিবাহ হয় এবং দাম্পত্য সুখ বৃদ্ধি করে, চন্দ্র ও বৃহস্পতির যোগে লক্ষী লাভ হয়।
বৃহস্পতি অশুভ বা নিজস্ব হলে অথবা শত্রু গৃহে থাকলে অশুভ ফল প্রদান করে, জাতক হয় কর্ম বিমুখ, অলস, হীনমনা হতাশ ও অবসাদগ্রস্ত। কোন কাজে সাফল্য লাভ করতে পারে না ।বার বার বাধা বিঘ্ন ও সমস্যা দেখা দেয়। অর্থাভাবে কষ্ট হয়। বিদ্যায় সাফল্য লাভ হয় না। মানসিক কষ্ট পায় ও সাংসারিক অশান্তি হয় এবং নানা প্রকার রোগের দ্বারা আক্রান্ত হয়। সত্য পথ থেকে সরে যায়। অনেকের কাছে হেয় হয়।
প্রতিকার :
১)বৃহস্পতির রত্ন পুষ্পরাগমণি বা পোখরাজ ধারন, যন্ত্র,মন্ত্র ও অর্ঘ্য প্রদান ।
২)বৃহস্পতিবার নিরামিষ পালন এবং মা লক্ষ্মীর পূজা, উপবাস করতে পারলে ভালো হয় ।
৩)হলুদ রঙের লাড্ডু বা মিষ্টি মন্দিরে বৃহস্পতিবার দান করুন ।
৪)গরিব মানুষকে ছোলার ডাল দান করুন ।
৫)বৃহস্পতিবার নেশা থেকে বিরত থাকুন ।
৬)হলুদ কাপড়ে একমুঠো মুগ ডাল নিজের মাথায় তিনবার ঘুরিয়ে বেঁধে নিয়ে নদীর বহমান জলে