
কলকাতা, ৩১ আগস্ট ২০২৫:
এ পি স্টুডিও, বাঘাযতীনে অনুষ্ঠিত হয়ে গেল একাদশ তম ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। এদিনের আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার স্বর্ণযুগের মহানায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী সান্তনা বসু এবং অভিনেতা সঞ্জীব সরকার।
অনুষ্ঠানে ফেস্টিভ্যাল চেয়ারম্যান শ্রী দাস এবং ফেস্টিভ্যাল সেক্রেটারি বিশাল বিশ্বাস যৌথভাবে জানান, “এবারের উৎসবের অনলাইন স্ক্রীনিং সম্পন্ন হয়েছে ১৭ই আগস্ট ২০২৫-এ। জমা পড়া মোট ৭৮টি প্রজেক্ট থেকে ৩০টি প্রজেক্ট অফিসিয়াল সিলেকশনের জন্য বেছে নেওয়া হয়েছিল। এই সিলেক্টেড প্রজেক্টগুলির মধ্য থেকেই আমাদের সম্মানিত জুরি সদস্যরা সেরাদের শিরোপা নির্ধারণ করেছেন।”
তাঁরা আরও বলেন, “এই ফেস্টিভ্যাল আয়োজনের মূল উদ্দেশ্য হল স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাঁদের সৃজনশীলতাকে অনুপ্রেরণা দেওয়া। চলচ্চিত্র নির্মাতাদের আনন্দই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।”
অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে একই মঞ্চ থেকে ঘোষণা করা হয় আগামী দ্বাদশ ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তারিখ। আগামী আসরটি আয়োজিত হবে ৪ঠা নভেম্বর ২০২৬-এ, শ্রদ্ধেয় পরিচালক ঋত্বিক ঘটক-এর স্মরণে। উৎসবের পোস্টার উদ্বোধন করেন মহানায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়, অভিনেত্রী সান্তনা বসু, অনুষ্ঠান সভাপতি অরুনিমা চ্যাটার্জী, ফেস্টিভ্যাল চেয়ারম্যান শ্রী দাস এবং ফেস্টিভ্যাল সেক্রেটারি বিশাল বিশ্বাস।
এভাবেই একাদশ তম আসর সফলতার সাথে সম্পন্ন হয়ে গেল, আর সঙ্গে সবার অপেক্ষার প্রহর শুরু হল দ্বাদশ উৎসবের জন্য।