রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যায় “ফুচকা”-তে মুক্তি পাচ্ছে সৌরভ আম্বলীর ছবি “শ্রী”

Spread the love

রবীন্দ্র জয়ন্তীর পুণ্যলগ্নে এক বিশেষ উপহার নিয়ে হাজির হচ্ছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের উঠতি পরিচালক সৌরভ আম্বলী। তার পরিচালিত শর্টফিল্ম “শ্রী”, যা ইতিমধ্যেই একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা ও পুরস্কারে সম্মানিত হয়েছে, এবার মুক্তি পেতে চলেছে বাংলার নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ফুচকা-তে। এই ছবি পূর্বে পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত আয়ুষ মেলা ২০২৫-এর মঞ্চেও প্রদর্শিত হয়েছিল। সেখানে দর্শকদের থেকে যে সাড়া মেলে, তা থেকেই স্পষ্ট হয় ছবিটির প্রভাবশালী সামাজিক বার্তা ও চিত্রনৈপুণ্য।
পরিচালক সৌরভ আম্বলী দীর্ঘদিন ধরেই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণে যুক্ত। তার ছবিতে উঠে আসে সমাজের গভীর প্রশ্ন, মানুষের মনোজগতের সংঘাত ও বাস্তবের দর্পণ। এই ছবির মাধ্যমে তিনি আবারও প্রমাণ করেছেন, সীমিত পরিসরে হলেও বলা যায় অনেক বড় কথা। বাংলার প্রথম ডিজিট্যাল প্ল্যাটফর্ম “ফুচকা”-র হাত ধরে এবার বড় পরিসরে পৌঁছতে চলেছে “শ্রী”। এই ছবির মুক্তিকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
এখন প্রশ্ন, এই মুক্তির সঙ্গে কি তবে শুরু হতে চলেছে জিয়াগঞ্জের সৌরভ আম্বলীর নতুন জার্নি? সময়ই বলবে তার উত্তর। তবে আপাতত তো আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। শ্রী” শুধুমাত্র একটি শর্টফিল্ম নয়, এটি এক মননশীল যাত্রার নাম—যার স্রষ্টা আমাদের পাশের শহরের এক তরুণ পরিচালক। এ যেন এক সত্যিকারের গর্বের মুহূর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *