
ওম স্বস্তি ফিল্মস এর ১৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলকাতা শ্যামবাজার সিরাম অডিটোরিয়ামে।
এই অনুষ্ঠান মঞ্চে ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক ফাল্গুনী সান্যাল, অভিনেত্রী সান্তনা বসু, অভিনেতা সঞ্জীব সরকার ও রঞ্জন ভট্টাচার্য, এবং ফ্রেন্ডস টিভির সিইও , ও ও এস এফ শ্রী দাস।
FSFL MAGAZINE 2025 Special Magazine