কৈলাসে চা পান

Spread the love

আগামী ২৭ ডিসেম্বর, শনিবার সন্ধ্যা ঠিক ছ’টায় গিরিশ মঞ্চে সাজছে এক অন্যরকম সাংস্কৃতিক আসর। দর্শকদের মুখর প্রত্যাশার ভিড়ে এবার মঞ্চে উঠতে চলেছে বেলঘরগয়া থিয়েটার একাডেমির নতুন মজার নাটক “কৈলাসে চা পান”। নাট্যকার ও নির্দেশক ডাঃ অমিতাভ ভট্টাচার্য তাঁর নিজস্ব ব্যতিক্রমী রসবোধ এবং সমাজ ভাবনার মিশেলে এই নাটকটি তৈরি করেছেন, যা ইতিমধ্যেই নাট্যমহলে কৌতুহলের জন্ম দিয়েছে।

পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহযোগিতায় তৈরি এই প্রযোজনাটি শুধু একটি বিনোদনমূলক নাটক নয়—এটি মানুষের দৈনন্দিন জীবনের আলাপ-আলোচনা, সম্পর্ক, মান-অভিমান, আর একটু ভাবনার মশলা নিয়ে সাজানো এক অনবদ্য আড্ডার পরিবেশ। নাটকের চরিত্রগুলো যেন চারপাশের সাধারণ মানুষ—যাদের হাসি, মনখারাপ, অভিমান ও অভ্যেসের মধ্যেই লুকিয়ে থাকে আমাদেরই গল্প। “কৈলাসে চা পান” সেই চেনা জীবনকে হাসির মোড়কে উপস্থাপন করবে, আর দর্শককে নিয়ে যাবে এক মুহূর্তের নির্ভার আনন্দযাত্রায়।

পরিবার-পরিজন, বন্ধুবান্ধব—সবাইকে নিয়ে আসার এ যেন এক আদর্শ দিন। গিরিশ মঞ্চের আবহ, চেনা মুখের অভিনয় আর মজার গল্পের বাঁকে বাঁকে জমে উঠবে এক সন্ধ্যার হাসি-আনন্দ।

তাই দেরি না করে, ২৭ ডিসেম্বর সন্ধ্যা ছ’টায় উপস্থিত থাকুন। মঞ্চে ফুটে উঠবে এক কাপ চায়ের উষ্ণতা আর গল্পের মজার জগৎ—“কৈলাসে চা পান” আপনাদের জন্য অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *