
২২শে সেপ্টেম্বর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হলো দোনা গাঙ্গুলীর ‘দীক্ষা মঞ্জরী’-র পরিবেশনা ‘রূপম দেহি, জয়ম দেহি’। দুর্গাপুজোর আবহকে সামনে রেখে এই নৃত্যানুষ্ঠানটি সাজানো হয় উৎসবের উচ্ছ্বাস, আনন্দ এবং মহিষাসুর মর্দিনীর চিরন্তন কাহিনিকে কেন্দ্র করে।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন দোনা গাঙ্গুলি, যেখানে নৃত্যের ছন্দে ফুটে ওঠে শক্তির আরাধনা ও উৎসবের বর্ণময়তা। সংগীত পরিচালনা করেছেন আনন্দ গুপ্ত এবং তাঁর দল ‘দক্ষিণায়ন ইউকে’ থেকে।
দুর্গোৎসবের আগে কলকাতার সংস্কৃতি চর্চায় এই পরিবেশনা এক বিশেষ মাত্রা যোগ করল।