
ডিএস প্রোডাকশন এর আয়োজনে মেগা র্যাম্প শো সিজন ২ আয়োজিত হল ভিআইপি রোডের O2 অক্সিজেন হোটেল । অনুষ্ঠানের আয়োজনে ছিলেন শর্মিষ্ঠা ব্যানার্জী, দেবলীনা মুখার্জি ,প্রদীপ পোদ্দার এবং নীল বিশ্বাস।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট চলচ্চিত্রও বাংলা টেলি জগতের স্বনামধন্য অভিনেত্রী দেবলীনা দত্ত। এছারা ডিজাইনার ছিলেন শান্তনু গুহ ঠাকুরতা, জিৎ বসু এছারা আর কলকাতার ১০ জন টপ ডিজাইনার ছিলেন এখানে | ফটোগ্রাফি তে ছিলেনশান্তনু মজুমদার ও সুরজিৎ পল | এই অনুষ্ঠানে ১২০ জন মডেল ছিল,, তারা খুব আনন্দিত কাজ করে,, একের পর এক চমক আনতে চলেছে ডি এস ম্যানেজমেন্ট টিম থেকে জানা গেছে |
