
সদ্য জাতীয় পুরস্কার অর্জন করেছেন। এবার সম্পত্তির জগতে নয়া রেকর্ড গড়ে খবরের শিরোনামে বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ জানানো হয়েছে, শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ ছাড়িয়েছে ১০ হাজার কোটি টাকা।
গত বছর প্রথমবারের জন্য এই তালিকায় নাম উঠেছিল তাঁর। তখন তাঁর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৭৩০০ কোটি টাকা। কিন্তু এ বছর সেই অঙ্ক লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২,৪৯০ কোটি টাকায়। ফলে দেশের ধনীতম অভিনেতার মুকুট উঠেছে কিং খানের মাথায়।
মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত প্রতীকী বাড়ি ‘মন্নত’-এর মালিক শাহরুখ খান এবার বলিউডের অন্য সব তারকাকে পেছনে ফেলে শীর্ষস্থানে পৌঁছে গেছেন। বিশ্লেষকদের মতে, তাঁর ফিল্ম, বিজ্ঞাপন চুক্তি, প্রযোজনা সংস্থা এবং একাধিক ব্যবসায়িক বিনিয়োগ এই বিপুল সম্পদ বৃদ্ধির মূল কারণ।
বলিউডে ‘কিং’ খেতাব তো আগেই ছিল, এখন দেশের ধনীতম অভিনেতা হিসেবেও প্রমাণ করলেন নিজের আসল ‘বাদশাহি’।