কঞ্চিমহলে সাজে দশভূজার আবাহন, মধ্যবঙ্গ সেরা পুজোর শারদ সম্মান পেল জিয়াগঞ্জের সাধকবাগ যুবক সংঘ

Spread the love

জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ

শারদ উৎসব ১৪৩২, ইংরেজি ২০২৫। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ থানার সাধকবাগ যুবক সংঘ এবছর পদার্পণ করেছে তাদের গৌরবময় ৪৩ তম বর্ষে। এবারের থিম ছিল একেবারে অভিনব— ‘বাঁশের ফুলে দুর্গা সাজে কঞ্চিমহল’।

মুর্শিদাবাদ থানা এলাকার বিভিন্ন স্থান থেকে কঞ্চি গাছের শিকড় সংগ্রহ করে ক্লাবের সদস্যরা নিজেদের হাতের পরশে গড়ে তুলেছেন এক অনন্য মণ্ডপ। অসাধারণ স্কাল্পচারের ছোঁয়ায় দেবী দুর্গা হয়ে উঠেছেন অপরূপা।

দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীরা মুগ্ধ হয়ে উপভোগ করেছেন সাধকবাগ যুবক সংঘের এই কঞ্চিমহল মণ্ডপ। দর্শককুলের মুখে মুখে ঘুরেছে প্রশংসার ঝর।

এই অসাধারণ সৃজনশীলতার সাক্ষী হতে পৌঁছে গিয়েছিল ক্লাসমেট ভেঞ্চার্স আয়োজিত ‘মধ্যবঙ্গের পুজো পরিক্রমা ২০২৫’-এর প্রতিনিধি দল, সহযোগিতায় ছিল ক্রিয়েটিভ জোন মোশন পিকচার, জীবিটোগ্রাফি, মৌসুমী সপ, চরিত্রায়ন -অনির্বেদ এবং ম্যাগাজিন পার্টনার সিনেমা ও সাহিত্য।

শেষ পর্যন্ত, সব প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে মধ্যবঙ্গের সেরা পুজো শারদ সম্মান ২০২৫-এর শিরোপা জিতে নিয়েছে জিয়াগঞ্জের সাধকবাগ যুবক সংঘ।

শারদ সম্মানের ট্রফি হাতে পেয়ে ক্লাব উদ্যোক্তারা জানান, “এই সম্মান আমাদের আগামী দিনে আরও নতুনভাবে, আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *