
মুর্শিদাবাদের কান্দি শহরের অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবার ৪৪তম বর্ষে পদার্পণ করছে তাদের দুর্গোৎসব। এবছরের থিম হিসেবে তারা নিয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদল — ম্মণ্ডপ ও আলোকসজ্জা পরিকল্পিত হয়েছে সে ভাবেই।
মণ্ডপ নির্মাণের জন্য প্রায় ৫০ লক্ষ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে।
মাঠে প্রায় ২ বিঘা জমির ওপর মণ্ডপ ও আলোকসজ্জা ছড়িয়ে দেয়া হয়েছে।
ক্লাব ক্ষেত্রের সামনে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে দুটি নাট মন্দির, ১২টি শিব মন্দিরের রূপ ফুটিয়ে তোলা হয়েছে।
উদ্বোধন করা হয় চতুর্থীর সন্ধ্যায়, কর্তব্যমত ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে। উদ্বোধনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার (DSP) কুমার সানী রাজ, কান্দি বিধায়ক অপূর্ব সরকার, পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও অন্যান্য নেতারা।
থিম মণ্ডপের পাশাপাশি মোহনীয় আলোকসজ্জা, ফোয়ারা ও সাউন্ড এফেক্টও রাখা হয়েছে দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে।
ক্লাসমেট ভেঞ্চারস এর পক্ষ থেকে উদ্যোক্তাদের বক্তব্য শুনতে মহা সপ্তমীর দিন উপস্থিত ছিলেন ক্লাসমেট ভেঞ্চারস এর কর্ণধার বিশাল বিশ্বাস, কালচারাল হেড শুভঙ্কর সরকার, ক্রিয়েটিভেট সৌরভ আম্বালি, সুজয় অধিকারী, শিবায়ন এবং অন্যান্যরা।