
ক্লাসমেট ভেঞ্চারস আয়োজিত মধ্যবঙ্গের সেরা পুজো ২০২৫ সহযোগিতায় ক্রিয়েটিভ জোন মোশন পিকচার, জীবিটোগ্রাফি, চরিত্রায়ন অনির্বেদ, মৌসুমী শপ, বিবিএমএস ফ্যামিলি এবং সিনেমা ও সাহিত্য ম্যাগাজিন।
তারা পুজো পরিক্রমায় পৌঁছে গিয়েছিলেন মধ্যবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরের দেবীপুর এলাকায় প্রদীপ্ত সংঘের দুর্গাপুজোতে। তাদের পুজো এবার ৫৪ তম বর্ষে পদার্পণ করল। এবারের তাদের থিম হয়েছিল পল্লীগ্রাম। অর্থাৎ গ্রাম বাংলার জিনিস দিয়ে তৈরি পুজোর মন্ডপ এবং প্রতিমা। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার বিখ্যাত পাট এই মন্ডপ এবং প্রতিমার কারুকার্য করা হয়েছিল।এবং উক্ত পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন তারা এই থিমটির ভাবনা এনেছেন গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখার বার্তা দিতে।
তারা ক্লাসমেট ভেঞ্চারস এর পক্ষ থেকে মধ্যবঙ্গের সেরা পুজো ২০২৫ এর তরফ থেকে স্মারক সম্মান পেয়ে আনন্দিত।
ক্লাসমেট ভেঞ্চারস এর তরফ থেকে উপস্থিত ছিলেন বিশাল বিশ্বাস , সৌরভ আম্বালি এবং সুবীর ।