
বিখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং পদ্মশ্রী পুরষ্কারপ্রাপ্ত কে.কে. মুহাম্মদ গত ২৮শে জানুয়ারি ২০২৫ তাঁর আত্মজীবনী “এক ভারতীয়’র আত্মকথা” (An Indian I Am) এর বাংলা অনুবাদ পুস্তক প্রকাশ করেছেন গোলপার্কের রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সচিব স্বামী সুপর্ণানন্দ মহারাজ, বিখ্যাত প্রত্নতাত্ত্বিক শ্রী পার্থ প্রতিম বোস, আন্তর্জাতিক বেদান্ত সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বামী প্রহলাদানন্দ পুরী এবং শ্রী অভিষেক দাস চৌধুরীর উপস্থিতিতে বইটি প্রকাশ করা হয়। বইটি অনুবাদ করেছেন শ্রী পার্থ প্রতিম বোস, “ধৃ” সচিব শ্রী অভিষেক দাস চৌধুরী এবং শ্রী দিব্বান গুহ এবং “ধৃ” কর্তৃক প্রকাশিত।

গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে কে কে মুহাম্মদের আত্মজীবনী “এক ভারতীয়’র আত্মকথা” এর বাংলা অনুবাদের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত শ্রোতাদের সাথে মিঃ কে কে মুহাম্মদের একটি মনোমুগ্ধকর আলাপচারিতা অনুষ্ঠিত হয়। এরপর “ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির প্রত্নতত্ত্ব ও সংরক্ষণ” শীর্ষক একটি বক্তৃতা পরিবেশন করেন মিঃ কে কে মুহাম্মদ।