বাগডহর সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজার উদ্বোধনে টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জী

Spread the love

নিজস্ব সংবাদদাতা, জিয়াগঞ্জ :

আসন্ন কালীপূজার আবহে প্রস্তুত বাগডহর। শুরু হতে চলেছে বাগডহর সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজা, আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জী। তাঁর আগমনকে ঘিরে এলাকাজুড়ে এখন উৎসবের আমেজ। পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা, আলোকসজ্জা ও সাংস্কৃতিক মহড়া। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এক বর্ণাঢ্য পরিবেশে, যেখানে উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও সমাজসেবীরা।
অতিথিদের মধ্যে থাকছেন —
সম্মাননীয় আবু তাহের খান (সাংসদ, মুর্শিদাবাদ লোকসভা),
সম্মাননীয় মহম্মদ আলী (বিধায়ক, লালগোলা),
সম্মাননীয় সোনিক হোসেন (বিধায়ক, রানীনগর),
সম্মাননীয় রেয়াত হোসেন সরকার (বিধায়ক, ভগবানগোলা),
সম্মাননীয় প্রসেনজিত ঘোষ (চেয়ারম্যান, জিয়াগঞ্জ–আজিমগঞ্জ পৌরসভা),
সম্মাননীয় মল্লিকা রায় (উপ-চেয়ারম্যান, জিয়াগঞ্জ–আজিমগঞ্জ পৌরসভা),
সম্মাননীয় অনিল চুড়োড়িয়া (সি.আই.সি., জিয়াগঞ্জ–আজিমগঞ্জ পৌরসভা),
সহ বিশিষ্ট সমাজসেবী অরুণ সাহা, নির্মল দত্ত, ও কামনা হালদার (প্রধান, বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত)।
এছাড়াও প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক থাকছেন অনুষ্ঠানে —
বনমালী রায় (মহকুমা শাসক, লালগোলা),
রাকেশ আকলাকার মহাদেব (মহকুমা পুলিশ আধিকারিক, লালগোলা),
মাতৃন্দ্র কুমার মিনা (আই.এ.এস., সমষ্টি উন্নয়ন আধিকারিক),
প্রসেন মুখার্জী (সমষ্টি উন্নয়ন আধিকারিক, এম.ডি. ব্লক),
জয়ন্ত হালদার (জেলা বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক),
তানজুল ইসলাম (সহকারী বিদ্যালয় পরিদর্শক, মুর্শিদাবাদ জেলা),
রবি মালাকার (সার্কেল ইন্সপেক্টর, লালগোলা সার্কেল),
রবীন্দ্রনাথ বিশ্বাস (ভারপ্রাপ্ত আধিকারিক, জিয়াগঞ্জ থানা),
এবং বিশিষ্ট চিকিৎসক ডা. অমরেশচন্দ্র রায় ও ডা. রাজীব কুমার শ্যামল।
পূর্ণা আরতির মাধ্যমে শুরু হবে দেবী শ্যামার আরাধনা। এরপর অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি থাকছে বিশেষ পরিবেশনা।
আয়োজক কমিটির এক সদস্যের কথায়, “এই উৎসব শুধুমাত্র ধর্মীয় আচার নয়, এটি আমাদের গ্রামীণ ঐক্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক।”
বাগডহর সার্বজনীন শ্রীশ্রী শ্যামা পূজা, সন ১৪৩২–এর এই আয়োজনে মেতে উঠেছে গোটা এলাকা। পূজা কমিটির পক্ষ থেকে সকলকে এই আনন্দ উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *