ফের বলিউডে দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় বলিউড অভিনেতা মুকুল দেব (Mukul Dev Died)।

Spread the love

ফের বলিউডে দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় বলিউড অভিনেতা মুকুল দেব (Mukul Dev Died)। মুম্বইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ মুকুল। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেদুনিয়াতেও। জানা গিয়েছে, দিন কয়েক ধরেই অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে।মুকুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ‘সন অফ সর্দার’ ছবির সহ-অভিনেতা বিধু দাড়া সিং। তাঁর আক্ষেপ, “মুকুল নিজেকে বড় পর্দায় দেখে যেতে পারল না।” বলিউড মাধ্যম সূত্রে খবর, একাকীত্বে ভুগছিলেন অভিনেতা। বিধু জানিয়েছেন, বাবা-মায়ের মৃত্যুর পর, মুকুল নিজেকে গুটিয়ে ফেলেছিল। এমনকী ঘর থেকে বেরোতে বা কারও সাথে দেখা করতেও যেত না। গত কয়েকদিন ধরে ওঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়। মুকুলের ভাই এবং ওঁর পরিবার-পরিজনদের প্রতি আমার সমবেদনা। অসাধারণ একজন মানুষ ছিল মুকুল এবং আমরা সবাই ওঁকে খুব মিস করব।” সিনেমা-সিরিয়ালে একাধিকবার খলচরিত্রে নজর কেড়েছিলেন মুকুল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *