
মঙ্গলবার কে সাধারণত মঙ্গল গ্রহের সঙ্গে যুক্ত করা হয়। নবগ্রহের মধ্যে মঙ্গলকে কালপুরুষের পরাক্রম গ্রহ বলা হয় ।এটি পাপ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। মঙ্গল মৃগশিরা,চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্রের স্বামী।
লগ্নে মঙ্গল অবস্থান করলে জাতক সাহসী হয়। সে দুঃসাহসিক কাজের সঙ্গে যুক্ত থাকে। শুভ মঙ্গলের প্রভাবে জাতক পুলিশ সেনা বিভাগ ও রসায়ন বিদ্যার সাথে যুক্ত থাকে । দ্বিতীয় মঙ্গল বুধের সঙ্গে যুক্ত হলে জাতক বা জাতিকা নানা শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করে।
জাতক বা জাতিকার কুণ্ডলীতে মঙ্গল অশুভ বা নিজস্থ হলে দেহে আঘাত রক্তপাত প্রভৃতি হয়ে থাকে ,কারাবাসের জায়গাও থাকতে পারে। মনে বেপরোয়া ভাব থাকবে অতিরিক্ত নেশাগ্রস্থ এবং পরস্ত্রী গমনের আসক্তি থাকবে। অশুভ মঙ্গলের প্রভাবে কলহ বিবাদ দাঙ্গা হাঙ্গামা জড়িয়ে পড়তে পারে। হঠাৎ দুর্ঘটনা দেখে আঘাত পেতে পারে। ক্রোধের মাত্রা বেশি হয় তার ফলে অনেক দুষ্কর্ম করে ফেলে এদের বিদ্যুৎ ও অগ্নি থেকে বিপদ আসে ।
প্রতিকার:
১)মঙ্গলবার মঙ্গলের রত্ন প্রবাল ধারণ, যন্ত্র-মন্ত্র ও মঙ্গল দেবকে অর্ঘ্য প্রদান
২)প্রত্যেক মঙ্গলবার হনুমানজীর পুজো এবং হনুমানজিকে ছোলা দান
৩)গায়ত্রী মন্ত্র রোজ যতবার সম্ভব জপ করা
৪)মসুর ডাল ও লাল রঙের মিষ্টি দান করা
৫)গরিব মানুষকে মঙ্গলবার খাওয়ার দান করা
৬)মঙ্গলবার দিন কোনরকম নেশা না করা
৭)একটি লাল সুতোকে হনুমানজির নাম করে সাত পাক ঘুরিয়ে সাতটি গিট বেঁধে হাতে বেঁধে রাখুন একমাস পরপর পাল্টাবেন