জিয়াগঞ্জে উঠে এসেছে ইতালির পোপিয় ব্যসিলিকা, নজর কাড়ছে ভৈরব কালী পুজো

Spread the love

জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ :

দুর্গোৎসব শেষ করে ফের কালী পুজোর দিন গুনছে এখন সমগ্র জিয়াগঞ্জ আজিগঞ্জ পৌর এলাকাবাসী। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে জিয়াগঞ্জ বেগমগঞ্জ নতুন পাড়া শ্রী শ্রী ভৈরব কালী পুজো। ষষ্ঠ বর্ষে পদার্পণ করা এই পুজোর এবারের থিম ইতালির বিখ্যাত “ভার্টিকান সিটি’র সেন্ট পিটারের পোপিয় ব্যাসিলিকা”। আন্তর্জাতিক স্থাপত্যের অনুপ্রেরণায় তৈরি এই মণ্ডপসজ্জা ইতিমধ্যেই এলাকাবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে। পুজো উদ্যোক্তাদের বক্তব্য, প্রতিবছরই তাঁরা কিছু আলাদা ও নান্দনিক কিছু উপহার দিতে চেষ্টা করেন দর্শনার্থীদের। এবারে বিদেশি স্থাপত্যরীতি অনুসরণ করে এমন এক শিল্পকর্ম গড়ে তোলা হয়েছে যা কেবল পুজোর মণ্ডপ নয়, এক অপূর্ব শিল্পনির্মাণ। মণ্ডপ নির্মাণে স্থানীয় কারিগরদের সঙ্গে যুক্ত রয়েছেন দক্ষ শিল্পীর দল। দিনরাত এক করে তাঁরা ফুটিয়ে তুলছেন ইতালির সেই ঐতিহাসিক ব্যাসিলিকার প্রতিরূপ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “এত সুন্দর ও ভিন্নধর্মী মণ্ডপ আগে কখনও দেখা যায়নি। প্রতি বছর বেগমগঞ্জ নতুন পাড়া নতুন কিছু করে দেখায়, এবারে তারা যেন একেবারে বিশ্বমঞ্চে পা রাখলো।” পুজো কমিটির সদস্যদের মতে, ধর্মীয় ভাবনা ও শিল্পের সমন্বয়ে এই বছর তাঁরা এক অভিনব বার্তা দিতে চাইছেন— “ভক্তি, ঐক্য ও সৌন্দর্যের মেলবন্ধনই প্রকৃত উৎসব।” আগামী কয়েকদিনের মধ্যেই মণ্ডপের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। আলোসজ্জা, প্রতিমা নির্মাণ ও সংগীত পরিবেশনার প্রস্তুতিও জোরকদমে চলছে। ফলে বলা যায়, ষষ্ঠ বর্ষের এই ভৈরব কালী পুজো এবার জিয়াগঞ্জের পুজো পরিক্রমায় অন্যতম আকর্ষণ হতে চলেছে।

জিয়াগঞ্জ থেকে সৌরভ আম্বলীর রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *