
ক্লাসমেট ভেঞ্চারস আয়োজিত মধ্যবঙ্গের সেরা পুজো ২০২৫ সহযোগিতায় ক্রিয়েটিভ জোন মোশন পিকচার, জীবিটোগ্রাফি, চরিত্রায়ন অনির্বেদ, মৌসুমী শপ, বিবিএমএস ফ্যামিলি এবং সিনেমা ও সাহিত্য ম্যাগাজিন।
এবারে তারা পুজো পরিক্রমায় পৌঁছে গিয়েছিলেন মধ্যবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের মূল সরক সংলগ্ন বাবুলবোনা এলাকার পুজোতে, তাদের পুজো এবার ৬৭ তম বর্ষে পদার্পণ করল। এবারের উনাদের থিম হয়েছিল রাজস্থানের জয়পুরের হাওয়া মহল। অর্থাৎ বাবুলবোনা পুজো কমিটির প্রধান উদ্যোক্তারা জানিয়েছেন প্রতিবছর বিশেষ কিছু থাকেই এই পুজোতে, বিশেষ করে নিত্যনতুন চিন্তাভাবনা নিয়ে এই মন্ডপ তৈরী করা হয় এবং সেই ধারা বজায় রেখেই থিম বেছে নেওয়া হয়েছে রাজস্থানের জয়পুরের হাওয়ামহল। উদ্যোক্তারা জানান, অনেকের ইচ্ছা থাকলেও রাজস্থান যেতে অসমর্থ থাকেন, তাই হাওয়া মহল থিম হওয়ায়, অনেক দর্শনার্থীয় এই মন্ডপ দেখতে ও আনন্দ নিতে পারবেন, শুধু তাই নয় থিমের পাশাপাশি মূল প্রতিমাতেও সাবেকি সাজ রাখা হয়। এছাড়াও প্রতিমা সহ মূল মন্ডপের আভ্যন্তরীণ ডেকরেশন কারুকার্য করা হয়েছিল দেখার মতো যা আধুনিকতার সাথে আধ্যাত্মিকতার মেলবন্ধন।।
তারা ক্লাসমেট ভেঞ্চারস এর পক্ষ থেকে মধ্যবঙ্গের সেরা পুজো ২০২৫ এর স্মারক সম্মান পেয়ে আনন্দিত। এবং এই পুজো কমিটি ক্লাসমেট ভেঞ্চার্স এর পুরোটিমের পাশাপাশি জেলাবাসীকেও পুজোর শুভেচ্ছা জানিয়েছেন।
ক্লাসমেট ভেঞ্চারস এর তরফ থেকে উপস্থিত ছিলেন ক্লাসমেট ভেঞ্চারস এর কর্ণধার বিশাল বিশ্বাস এবং কালচারাল ডিপার্টমেন্ট হেড শুভঙ্কর সরকার।