
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
কলকাতার লেকটাউনে পুজো মানেই ভিড় জমায়েতের অন্যতম কেন্দ্র শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রতিবছরই অভিনব থিমের জন্য দর্শনার্থীদের মনে জায়গা করে নেয় এই ক্লাব। ২০২৫ সালের দুর্গাপুজোয় শ্রীভূমি আবারও চমক দিতে চলেছে। এবারের থিম করা হয়েছে নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মণ্ডপের নকশায় ফুটে উঠবে সাদা পাথরের কারুকাজ, বিশাল প্রবেশদ্বার, শিলালিপি এবং মন্দিরের ঐতিহ্যবাহী হাতির অলঙ্করণ। আলো, ছায়া এবং স্নিগ্ধ পরিবেশ মিলিয়ে ভক্তদের জন্য তৈরি করা হচ্ছে এক আধ্যাত্মিক আবহ।
ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রথযাত্রা শেষ হতেই অনুষ্ঠিত হয়েছে খুঁটিপুজো, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ক্লাবের অন্যতম কর্ণধার সুজিত বসু। উদ্যোক্তাদের আশা, এবারও যেমন ‘বুর্জ খলিফা’ বা ‘ভ্যাটিকান সিটি’র আদলে সাজানো পুজো শহর জুড়ে আলোচনায় ছিল, তেমনি নতুন এই মন্দির থিমও পুজোপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হবে।
প্রতি বছরই শ্রীভূমির থিম নিয়ে দর্শনার্থীদের উন্মাদনা চোখে পড়ার মতো। ক্লাবের দাবি, এ বছর আরও বড় চমক অপেক্ষা করছে। সেই সঙ্গে নিরাপত্তা, যান চলাচল এবং ভিড় নিয়ন্ত্রণে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
পূজোর দিনগুলিতে মণ্ডপে ঢুকেই যেন ভক্তরা অনুভব করতে পারেন মন্দিরের আধ্যাত্মিক মহিমা—এই লক্ষ্য নিয়েই চলছে দিনরাত পরিশ্রম। শহরের অন্যান্য বড় পুজো কমিটিগুলিও এই থিমকে ঘিরে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের থিম দর্শকদের মনে এক বিশেষ ছাপ ফেলতে চলেছে—এমনটাই আশা উদ্যোক্তাদের।