ওম স্বস্তি ফিল্মস প্রযোজিত নতুন শর্ট ফিল্ম মিত্র বাড়ি আসছে।

Spread the love

ওম স্বস্তি ফিল্মস প্রযোজিত শ্রী এন্টারটেইনমেন্ট নিবেদিত কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় শ্রী দাস । একটি মধ্যবিত্ত পরিবারের গল্প প্রত্যেকটি পরিবারে যেমন প্রতিদিনের রোজনামচা থাকে ।তেমনি এই মিত্র বাড়িতেও তিন ভাইয়ের সংসারে মা এখনো জীবিত সেই মায়ের কথা অবাধ্য করে না তিন ছেলে এই মিত্র বাড়ির নাতির ইচ্ছা সে একজন সঙ্গীত শিল্পী হবে কিন্তু দিনের শেষে তার এই ইচ্ছাটি পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে কিন্তু ওই যে মধ্যবিত্ত ফ্যামিলি তে সকলকে নিয়ে চলতে হয়। তাই যতই ইচ্ছা থাকুক না কেন অর্থ বাধা এসে দাঁড়ায় । গিন্নিমা অবশ্য এই বাধা দূর করার জন্য এবং নাতির স্বপ্ন পূরণ করার জন্য শেষমেষ কি করতে চলেছে সেটা দেখতে হবে। এই পুজোতে 26 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে মিত্র বাড়ির টিজার। কাহিনী চিত্রনাট্য সংলাপ ও পরিচালনায় শ্রী দাস। প্রধান সহকারী পরিচালক সুদীপ নাগ ও প্রলয় সেনগুপ্ত। সম্পাদনায় বিশাল বিশ্বাস চিত্রগ্রহণ চন্দন দেবনাথ। অভিনয়ে মানিক সিংহ ,বিজলী সরকার, চন্দনা রায় ,সবুজ বিশ্বাস ,সুজয় পান্ডে ,সুজিত সাহা ,অভিষেক সাউ, পারমিতা শাখারী ,ও মৌ ঘোষ, তাথৈ মুখার্জী । উত্তর ২৪ পরগনার খরদা সহ বিভিন্ন অঞ্চলে এই ছবিটির শুটিং হয়েছে চলতি বছরেই ছবিটি মুক্তি পেতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *