আজ শনিবার সাপেক্ষে জ্যোতিষ

Spread the love

আজ শনিবার সাপেক্ষে জ্যোতিষ :
মকর কুম্ভ রাশি হল শনির ক্ষেত্র। শনি তুলা রাশিতে উচ্চ থাকেন আর মেষ রাশিতে নিচস্থ থাকেন এর মূল ত্রিকোন রাশি হল কুম্ভ। শনিকে পাপ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় ।জন্ম ছকে শনি হলেন অষ্টম ভাবের কারক। শনি পুষ্যা ,অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের স্বামী। বুধ ও শুক্রের সঙ্গে এই গ্রহের মিত্র ভাব বজায় থাকে, বৃহস্পতির সঙ্গে সমভাবে থাকে আর রবি,চন্দ্র ও মঙ্গলকে পরম শত্রু বলা হয়ে থাকে।
শনি কয়লা লোহা, ইট ,কাঠ, পাথর, বালি, প্রভৃতির কারক। জন্ম ছকে শনি তুঙ্গী হলে স্বক্ষেত্রে ,তৃতীয় ষষ্ঠ বা একাদশে শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হলে এই সকল দ্রব্যের ব্যবসায়ী উন্নতি করবে। এছাড়া শুভ শনির প্রভাবে জাতক রসায়ন শাস্ত্র ও কৃষি কাজে লাভবান হয়ে থাকে। শনি-বুধ শনি-বৃহস্পতি ও শনি -শুক্র সৌভাগ্য যোগ হিসেবে বিবেচিত হয়।
শনি সকল প্রকার দুঃখের ,ব্যয়ের ,দুশ্চিন্তার ,সন্দেহের ,মন্দচেষ্টার ও নিজ কাজের কারক। শনির অবস্থানের থেকে দৃষ্টি অনেক বেশি কার্যকর। শনি-অশুভ হলে মন মেজাজ উগ্র এবং খিটখিটে হবে। কাজকর্মে অবসাদ আসবে পারিবারিক ক্ষেত্রে অশান্তি হবে এবং উপার্জনে বাধা আসবে। স্বাস্থ্য ভালো যাবে না এবং দেহে নানাবিধ ও ব্যাধি দেখা যাবে। বদনাম রোটবে ।মানসিক চঞ্চলতায় কাজে সাফল্য হবে না ।আলস্য সর্বদা ঘিরে থাকবে। উদারতার পরিবর্তে মনে হিংসা ভাব পূর্ণ থাকবে। যার চক্রে শনি মঙ্গলযোগ অত্যন্ত হানি কারক। দুর্ঘটনা বা মৃত্যু হয়ে থাকে
প্রতিকার
১)শনির রত্ন নীলকান্ত মনি বা নীলা ধারণ করতে হবে, যন্ত্র ,মন্ত্র ও অর্ঘ প্রদান করতে হবে।
২)প্রতি শনিবার দক্ষিণা কালী মন্দিরে পুজো দিন উপবাস করে পূজা দিতে পারলে আরো ভালো। পরপর ১৮টি শনিবার করতে হবে।
৩)কালো বিউলির ডালের ছোট গোল বানিয়ে নদীর প্রবাহমান জলে ফেলুন এবং মাছকে খাওয়ান
৪)পরপর সাতটি শনিবার সর্ষের তেল মেখে সাবান দিয়ে স্নান করুন
৫)প্রতিদিন কাক ও কুকুরদের খাওয়ার দিন
৬)কালো ঘোড়ার নালের টুকরো দিয়ে আংটি বানিয়ে মধ্যমায় ধারণ করুন
৭)রোজকার খাবারের একটু অংশের সাথে কালো তিল মিশিয়ে অসত্য গাছের গোড়ায় রাখুন পশ্চিম দিকে রাখবেন।
৮)লোহা কলাই বা কালো কম্বল দান করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *