আজ শুক্রবার সাপেক্ষে জ্যোতিষ

Spread the love

আজ শুক্রবার সাপেক্ষে জ্যোতিষ
বৃষ এবং তুলা রাশি হল শুক্রের ক্ষেত্র। শুক্র মীন রাশিতে উচ্চ থাকেন আর কন্যা রাশিতে নিচস্থ থাকেন এর মূল ত্রিকোন রাশি তুলা। নবগ্রহের মধ্যে শুক্র কে কালপুরুষের কাম গ্রহ বলা হয়। শুক্র কে শুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জন্ম ছকে শুক্র হলেন সপ্তম ভাবের কারক। শুক্র ভরণী ,পূর্ব ফাল্গুনী এবং পূর্বসারা নক্ষত্রের স্বামী।
সংগীত ,নৃত্য গীত, ছবি আঁকা, সাহিত্যবোধ ও সর্বপ্রকার কলা বিদ্যা শুক্রের অনুকূলে ঘটে থাকে। শনি শুক্রের সঙ্গে যুক্ত হলে জাতক রাজনীতি অর্থনীতি রসায়ন ইত্যাদিতে প্রভূত জ্ঞানলাভ করে। বুধ শুক্রের সঙ্গে যুক্ত হলে জাতক সফল জ্যোতিষ চিকিৎসক ও ন্যায় শাস্ত্রে পারদর্শী হয়।
শুক্র অশুভ হলে জ্ঞান বুদ্ধি হ্রাস পাবে। কোন কাজে সাফল্য আসবে না ।প্রেমে বদনাম হবে ।আত্মীয় ও বন্ধুরা বিমুখ হবে। প্রস্রাব ,কিডনি, রক্তচাপ, ডায়াবেটিস প্রভৃতি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, যৌন রোগে আক্রান্ত হতে পারে ।দাম্পত্য জীবন খুব সুখের নয় ।স্বভাব উগ্র হবে ও কলহ বিবাদ প্রায় লেগে থাকবে। কাজকর্মে অবসাদ থাকবে। জীবন নিরাশায় পরিণত হয় কুসং স্বর্গে পরার যোগ তৈরি হয়।
প্রতিকার:
১)শুক্রের রত্ন হীরক বা হীরা ধারন, যন্ত্র, মন্ত্র ও অর্ঘ্য প্রদান।
২)প্রতি শুক্রবার বৈভব লক্ষ্মীর পূজা করুন। টানা ২১ টি শুক্রবার উপবাস করলে আরো ভালো।
৩)দুধকে ফুটিয়ে উঠলাতে হবে অর্থাৎ দুধের কিছুটা অংশ যেন পাত্র থেকে উঠলে বাইরে পড়ে যায়।
৪)বাড়ির বাথরুম সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন ।
৫)কোন অবিবাহিত বালিকাকে পরপর পাঁচটি শুক্রবার দুধ ও আখ দান করুন ।
৬)প্রতিদিন গরুকে কিছু খাওয়ার দান করুন ।
৭)সাদা ও স্বচ্ছ কাপড় পড়ুন প্রতিদিন ভালো সুগন্ধি ব্যবহার করুন ।
৮)শরীরে কোন রুপোর অলংকার ধারণ করুন।
৯)বাড়িতে বেলফুল বা জুঁই ফুলের গাছ লাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *