
সোমবার দিনটিকে সাধারণত চন্দ্রের সাথে যুক্ত হিসেবে ধরা হয়। চন্দ্র সাধারণত শুভগ্রহ হিসেবে বিবেচিত হয় এবং এটি রোহিনী ,হস্তা এবং শ্রবণা নক্ষত্রের স্বামী। চন্দ্র মনের কারক।
চন্দ্র জলীয় গ্রহ হওয়ার কারণে জলের মতো শুভ ও অশুভ দু প্রকার পরিনাম দিতেই সক্ষম, তাই চন্দ্র তুঙ্গী হলে জাতক উদার হৃদয় হয় দীর্ঘায়ু হয় মানসিক শক্তি সম্পন্ন এবং অনেক উন্নতি করে থাকে।
তবে জাতক বা জাতিকার কুণ্ডলীতে চন্দ্র অশুভ, নিচস্থ বা অশুভ গ্রহ দ্বারা পীড়িত হলে জাতক বা জাতিকা সর্দি-কাশি কফ সংক্রান্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারে, অশান্ত ,উগ্র মেজাজি এবং প্রায়ই ঝগড়া-বিবাদে লিপ্ত হবে। অনেক ক্ষেত্রে মাতৃস্নেহ থেকে বঞ্চিত হতে পারে, এবং অসৎ প্রকৃতির বন্ধু লাভ হয়ে থাকে। চন্দ্র অতিরিক্ত অশুভ বা পীড়িত হলে জাতক বা জাতিকা অতিরিক্ত মানসিক সমস্যায় ভুগতে পারে।
প্রতিকার :
১) চন্দ্রের রত্নধারণ, যন্ত্র, মন্ত্র ও ব্রত পালন
২) চন্দ্রদেব এর উদ্দেশ্যে শঙ্খ, সাদা চাল, সাদা চন্দন যুক্ত জল, স্ফটিক ইত্যাদি অর্ঘ্য প্রধান
৩) সোমবার উপবাস এবং মহাদেবের পুজো ও জল প্রদান
৪) চাল, দুধ বা রূপদান করা
৫) একটি অবিবাহিত বালিকাকে খাবার দান করা
৬) মা অথবা শাশুড়ি মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা
৭) কোন ব্রাহ্মণ বা গরীব মানুষকে সাদা কাপড় দান করা
৮) কাজে বেরোনোর আগে কপালে সাদা চন্দনের ফোঁটা নেওয়া