শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে পঞ্চম বর্ষ শিক্ষা মেলার আয়োজন কেয়ার একাডেমীর

Spread the love

সৌরভ আম্বলী, জিয়াগঞ্জ:
আনন্দ সংবাদ শিক্ষাক্ষেত্রে! প্রতি বছরের মতো এবারও কেয়ার একাডেমীর উদ্যোগে আয়োজিত হতে চলেছে পঞ্চম বর্ষ শিক্ষা মেলা। আগামী ১৮ ও ১৯ মে—এই দুই দিনব্যাপী জিয়াগঞ্জ টাউন সেন্টারে অনুষ্ঠিত হবে এই বিশেষ শিক্ষা মেলা, যেখানে উচ্চ মাধ্যমিকের পরের পথচলা সম্পর্কে পরিপূর্ণ দিশা পাবে ছাত্রছাত্রীরা।

শিক্ষামেলাটির মূল উদ্দেশ্য—উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঠিক ক্যারিয়ার গাইডেন্স ও কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদান করা। কেয়ার একাডেমীর জিয়াগঞ্জ, আজিমগঞ্জ ও ভগবানগোলা শাখার সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই মেলায় ৩০টির বেশি স্বনামধন্য কলেজের অধ্যাপকেরা উপস্থিত থাকবেন ছাত্রছাত্রীদের পরামর্শ দিতে।

শিক্ষামেলায় মিলবে সম্পূর্ণ বিনামূল্যে গাইডেন্স, কাউন্সেলিং ও কোর্স নির্বাচনের দিশা। জানানো হবে—কোন কোর্সে পড়লে ভালো চাকরির সুযোগ পাওয়া যাবে, কোন কোর্সে কত খরচ পড়ে এবং ভবিষ্যতে কোন সেক্টরে কাজের চাহিদা বেশি।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে—

ROBOTICS WORKSHOP

HOTEL MANAGEMENT WORKSHOP

শুধু তাই নয়, অংশগ্রহণকারী উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপের সুযোগ থাকছে সিট বুকিংয়ের ভিত্তিতে।

এই মেলায় যে সব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—BCA, BBA, নার্সিং, প্যারামেডিকেল, মেডিকেল, বিউটিশিয়ান, এনিমেশন ও গ্রাফিক্স ডিজাইন, LAW, হোটেল ও হাসপাতাল ম্যানেজমেন্ট, AI, B.Tech, M.Tech, B.Com, M.Com, B.Pharm, D.Pharm, এগ্রিকালচার সহ আরও বহু কোর্স।

ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ একেবারেই নিঃশুল্ক। শুধুমাত্র একটি QR কোড স্ক্যান করে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমেই মিলবে প্রবেশাধিকার।

তাই উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনার দিশা খুঁজে নিতে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য এ এক সুবর্ণ সুযোগ।
কেয়ার একাডেমীর পক্ষ থেকে আহ্বান—”ভবিষ্যৎ নির্মাণের যাত্রা শুরু হোক এই শিক্ষা মেলা থেকেই!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *