মাতৃশক্তির আরাধনায় জিয়াগঞ্জে উপস্থিত বিধায়ক গৌরী শংকর ঘোষ, শান্তির বার্তা জেলাবাসীর উদ্দেশ্যে

Spread the love

শনিবার সন্ধ্যায় জিয়াগঞ্জ শহরে অনুষ্ঠিত হলো নবারুণ সংঘের ঐতিহ্যবাহী কালীপূজা। শ্রীপৎ সিং কলেজ সংলগ্ন এই পূজো ঘিরে ছিল প্রচুর মানুষের সমাগম। ভক্তি, ভক্ত আর উৎসবের আবহে মাতোয়ারা ছিল গোটা শহর। এই পূজোতেই উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরী শংকর ঘোষ।

বিগত কয়েক বছর ধরে নিয়ম মেনে চলে আসা এই কালীপূজোয় এবারও ছিল জাঁকজমক। উপস্থিত ভক্তদের সঙ্গে মাতৃ আরাধনায় শামিল হন বিধায়ক। মা কালীর চরণে তিনি প্রার্থনা করেন জিয়াগঞ্জ-সহ গোটা জেলার শান্তি ও সমৃদ্ধির জন্য।

বিধায়ক বলেন, “বর্তমানে দেশের সীমান্তে যেভাবে আমাদের জওয়ানেরা সাহসিকতার সঙ্গে সন্ত্রাসের মোকাবিলা করছেন, তাতে আমাদের উচিত শক্তির উৎস মা কালীর আশীর্বাদ চাওয়া। মা যেন আমাদের সকলকে শক্তি জোগান, সমস্ত অশুভ শক্তির বিনাশ হোক।”

এই উৎসবের মঞ্চ থেকেই তিনি আহ্বান জানান সর্বস্তরের মানুষকে—একসাথে মিলেমিশে ধর্ম ও সংস্কৃতির এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার। পাশাপাশি জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তাও দেন তিনি।

স্থানীয় মানুষজনের কথায়, এই পূজো কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক সম্প্রীতিরও এক অনন্য নিদর্শন। বিধায়কের উপস্থিতিতে আরও বিশেষ হয়ে উঠেছে এবারের অনুষ্ঠান।

শেষ কথা, শক্তির আরাধনায় যেখানেই ভক্তির দীপ্তি, সেখানেই ভালোবাসা আর শান্তির বার্তা ছড়িয়ে দিতে প্রস্তুত জিয়াগঞ্জবাসী।

জিয়াগঞ্জ থেকে সৌরভ আম্বলীর রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *