
পি আর স্টুডিওতে পর পর দুটি গান এর রেকর্ড হলো । একটি গান শ্রী দাসের লেখা প্রতীক কর্মকারের সুর এবং মিউজিক ডিরেকশনে তুই ছুঁয়ে দিলি আরেকটি প্রতীক কর্মকারের লেখা এবং সুর মিউজিক ডিরেকশনে আমার প্রাণের মানুষ এই দুটি গান একই দিনে রেকর্ডিং হল সঙ্গীত শিল্পী সহেলী মুখার্জির কন্ঠে,
২৫ শে বৈশাখ এ মুক্তি পেতে চলেছে “”তুই ছুয়ে দিলি”” গানের ভিডিও অ্যালবাম প্রযোজনায় পরিবেশনায় ওএসএফ দুটি গানই দর্শকের খুব ভালো লাগবে আশা করা যায় বললেন প্রতিক কর্মকার ও শ্রী দাস