
ওম স্বস্তি ফিল্মস আরো একটি অভিনব টক-শো প্রযোজনা করতে চলেছে। দাস & company এই টক-শোয়ে দেখা যাবে সমাজের সকল গুণী মানুষদের কে তারা তাদের মনের কথা বলতে পারবে সরাসরি।
মার্চ মাসের ১ তারিখ থেকে প্রতি শনিবার ও রবিবার রাত ন’টায় শুধুমাত্র ফ্রেন্ডস টিভির পর্দায় দেখা যাবে । সঞ্চালনায় শ্রীদাস
এদিন এই টক শো এর অফিসিয়াল পোস্টার মুক্তি পায় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন অভিনেতা সঞ্জীব সরকার, ফাল্গুনি সান্যাল, রঞ্জন ভট্টাচার্য ,ফ্রেন্ডস টিভির সিইও চান্দ্রিয়া ভট্টাচার্য ,সংগীত পরিচালক প্রতীক কর্মকার ও ও এস এফ এর সিইও ও সঞ্চালক শ্রী দাস ।
প্রত্যেককে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন