ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (পশ্চিমবঙ্গ) 2024

Spread the love

১০ তম ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪ অনুষ্ঠিত হলো কলকাতা শ্যামবাজার সিরাম অডিটোরিয়ামে। এই উৎসবে উপস্থিত ছিলেন উদ্বোধক পদ অলংকৃত করেছেন অভিনেতা রঞ্জন ভট্টাচার্য এবং উপস্থিত ছিলেন ও এস এফ এর সি ই ও শ্রী দাস (রাজু দাস) । একই যোগে উপস্থিত সকল চলচ্চিত্র পরিচালকরা হাতে হাত মিলিয়ে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এদিন অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই চলচ্চিত্র উৎসবে মোট ৫২ টি ছবি জমা পড়েছে তার মধ্যে বাছাই করে ২৪ টি ছবির সাথে মিউজিক ভিডিও অ্যালবাম প্রদর্শিত হয়েছে।

চলচ্চিত্র উৎসবের টেকনিক্যাল পার্টনার এবং ফেস্টিভ্যাল সেক্রেটারি বিশাল বিশ্বাস এর বিশেষ বার্তায় জানিয়েছেন এই দশতম চলচ্চিত্র উৎসব এবছর আমরা যেভাবে অনুষ্ঠিত করেছি আগে হয়তো সেরকমভাবে করা হয়নি এর থেকে আরও ভালো কিছু করার চেষ্টা আমরা করছি এ বছর চলচ্চিত্র উৎসবে আমরা অফলাইন এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করছি যাতে দর্শক তারা ঘরে বসে মুঠোফোনে দেখতে পারে কারণ ছবি দেখার মানুষ আছে অনেক ।
আমাদের এই চলচ্চিত্র উৎসব আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাব এই আশা করি।

ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (পশ্চিমবঙ্গ) 2024 বাংলা চলচ্চিত্র উৎসবের আধিকারিক শ্রী দাস জানান যে বিশেষ কিছু কারণবশত এবছর বাংলাদেশ থেকে চারটে ছবি জমা পড়েছিল সেই চারটে ছবি আমরা বাতিল করেছি এবং আমরা এটাও জানিয়েছি যে আমাদের দেশ এবং বাংলাদেশের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা কোন রকম ভাবেই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ কে জায়গা দিতে পারব না। আজ অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তারা অনেক কষ্ট করে চলচ্চিত্র উৎসব এ অংশগ্রহণ করে সাথে তাদের যে চলচ্চিত্রগুলো খুব সুন্দর ভাবে তারা তৈরি করে। তাদের জন্যই আমাদের এই আই বি আই এফ এফ এর প্ল্যাটফর্ম। আশা করি আগামী দিন আরো অনেক কিছু আমরা সকলে মিলে কাঁদে কাঁদে মিলিয়ে এগিয়ে যেতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *