
আনুমানিক খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি বাংলা ভাষায় সাহিত্য রচনার সূত্রপাত হয়।বর্তমানে বাংলা সাহিত্য বিশ্বের একটি অন্যতম, সমৃদ্ধ সাহিত্যধারা হিসেবে পরিগণিত হয়ে থাকে।এই প্রজন্ম ধীরে ধীরে সাহিত্য চর্চা ভুলতে বসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর , শরৎচন্দ্র চট্টোপাধ্যায়সহ বিখ্যাত সাহিত্যিকদের গল্প নিয়ে বাংলা সাহিত্যর সাথে নতুন করে পরিচয় করাবে OSF।আগামী বছরের শুরুতেই ফ্রেন্ডস টিভি’র পর্দায় আসতে চলেছে পাঁচ দিনের সাহিত্য। সোম থেকে শুক্রবার পাঁচদিন সাহিত্য নিয়ে গল্প আসছে টিভির পর্দায়।
উপস্থিত ছিলেন OSF-এর কর্ণধার শ্রী দাস,ফ্রেন্ডস টিভির CEO চান্দ্রেয়ী ভট্টাচাৰ্য, পরিচালক সুদীপ নাগ, প্রলয় সেনগুপ্ত,অভিনেতা মানিক সিংহ, সুজয় পান্ডে, সবুজ বিশ্বাস, প্রিয়াঙ্কা দে,বিজলী সরকার OSF- এর অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে গনেশ বন্দনা করে শুভ সূচনা করলেন।
টেলিকাস্ট-ফ্রেন্ডস টিভি
প্রোডিউস-OSF
সম্পা ঘোষের রিপোর্ট।