
ক্লাসমেট ভেঞ্চারস তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ রিলিজ করে ফেলেছে তাদের নতুন সত্য ঘটনা অবলম্বনে হরর অডিও স্টোরি “ছায়া” অডিও স্টোরিতে কন্ঠ দিয়েছেন কুন্তল বিশ্বাস, অর্পিতা দাস, স্বপ্না দেবনাথ, এবং ঘটনাটি লিখেছেন নবাগত লেখক অরিন্দম মন্ডল। তাছাড়া ব্যবস্থাপনায় ছিলেন আকাশ রায় আর সম্পাদনায় ছিলেন সংস্থার কর্ণধার বিশাল বিশ্বাস।
বিশাল বিশ্বাস জানিয়েছেন আগামীতে বেশ কয়েকটি অডিও স্টোরি আসবে। সেগুলি কাল্পনিক অথবা সত্য ঘটনা অবলম্বনে।
খুব তাড়াতাড়ি তাদের লাবণ্য সিগারেট শর্ট ফিল্ম টি রিলিজ হবে। নতুন শর্ট ফিল্মের শুটিংয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বলাই বাহুল্য ২০২৫ এ ক্লাসমেট ভেঞ্চারসের সকল দর্শকরা বেশ কিছু নতুন শর্ট ফিল্ম ও অডিও স্টোরি দেখতে পাবে।