
সালটা ১৯৯১, শিক্ষার মাধ্যমে দেশে ছাত্রছাত্রী গড়ার লক্ষ্য নিয়ে বাগুইহাটি অর্জুনপুরে চালু হয়েছিল নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুল। ২০০৪ সালে রাজারহাট এ চালু হয় তারই নতুন শাখা। শুধু এখানেই থেমে না থেকে ২০২০ সালে সেই প্রতিষ্ঠা পর্ব পৌঁছে যায় বোলপুরেও। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সিবিএসসি বোর্ডে দশম ও দ্বাদশ শ্রেণিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে এই স্কুলের ছাত্রছাত্রীরা। সম্প্রতি রাজারহাট শাখায় আরও দুটি শাখার শিক্ষক শিক্ষিকাদের পাশে নিয়ে মেডেল, সার্টিফিকেট ও উপহার দিয়ে সফল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। হাজির ছিলেন স্কুলের ফাউন্ডার সেক্রেটারি মীনা শেঠী মণ্ডল, চেয়ারম্যান অমিত শেঠী মণ্ডল, এডমিন হেড অজয় শেঠী মণ্ডল, প্রিন্সিপাল মহুয়া সাহা, মৈত্রেয়ী চক্রবর্তী, রীতিকা শেঠী মণ্ডল আঁখি শেঠী মণ্ডল, মণীশা চক্রবর্তী, দেবাশিস দে সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। নিজেদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে অমিত ও অজয় শেঠী মণ্ডল সফল ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক এবং স্কুল শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক অভিনন্দন জানান।