
ওম স্বস্তি ফিল্মস”ওয়াল ক্যালেন্ডার মিউজিক ভিডিও সহ একাধিক এ্যালবাম লঞ্চ করলো।
২২ এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত ১৪৩১ বাংলা নববর্ষ ক্যালেন্ডার প্রকাশ ও সিনেমা সাহিত্য ম্যাগাজিনের ওয়েবসাইট লঞ্চ। এদিন ওয়াল ক্যালেন্ডার মিউজিক ভিডিও সহ একাধিক এ্যালবাম লঞ্চ হলো যেমন “এ বুকে জলে কামনার আগুন”, “ভালোবাসার দেশে”, “নতুন জীবন”, “দু চোখে”, বাংলা টেলিফিল্ম “মোহ”-এর ও পোস্টার লঞ্চ হলো। ক্যালেন্ডার শুটে যাঁরা অংশগ্রহণ করেছে তাঁদের হাতে শংসাপত্র এবং স্মারক প্রদান করা হয়।সংস্থার মূল উদ্দেশ্য হলো নতুন প্রতিভার বিকাশে সংগীত শিল্পী থেকে মডেল অভিনেতা তাঁদেরকে নতুন জায়গা করে দেওয়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শ্রীদাস ও অভিষেক দত্ত, সুপ্রতিম ভট্টাচার্য, প্রতীক কর্মকার, অভিনেতা রুদ্র সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রী এবং মডেলরা।