ইসকনের উদ্যোগে অষ্টম আদিবাসী সমাবর্তন মায়াপুরে

Spread the love

ইসকনের উদ্যোগে অষ্টম আদিবাসী সমাবর্তন মায়াপুরে নিজস্ব সংবাদদাতা, মায়াপুর- ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস ( ইসকন) এর উদ্যোগে অষ্টম আদিবাসী সমাবর্তন উৎসব হয়ে গেল মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে। সমগ্র ভারতবর্ষের দশটি রাজ্য থেকে ৩০০০ আদিবাসী ভক্ত এই উৎসবে এসে উপস্থিত হন। বিশেষত আসাম, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, ঝাড়খন্ড রাজ্য থেকে অসংখ্য ভক্ত এখানে এসে পৌঁছেছেন। এই বিশেষ অনুষ্ঠানটি ২৩ এপ্রিল ২০২৪ থেকে ২৫ শে এপ্রিল ২০২৪ পর্যন্ত চলবে। প্রাচীনকাল থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ভারতবর্ষের ভূমিপুত্র বলে গণনা করা হয়, কিন্তু সেই সময় থেকেই তারা অত্যাচারিত এবং অবহেলিত। এদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার এবং বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক চেতনাবোধ, দারিদ্র, হীনমন্যতা থেকে বের হওয়ার জন্য পথ দেখাচ্ছে ইসকন। বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে ইসকন এদের বরাবর পাশে থেকেছে এবং আগামীদিনেও থাকবে, প্রত্যেকেই এই আশা করেন। এই সমাবর্তন উৎসবের এটি অষ্টম বর্ষ। বিগত সাত বছরের পরিসংখ্যান অনুযায়ী সবদিক থেকে বঞ্চিত এই মানুষগুলো ইসকনের হাত ধরে বাঁচার আশা খুঁজে পেয়েছে। আগামী দিনে আবার সমাজের মূল স্রোতে ফিরে আসবে এবং তার মাধ্যম ইসকন। কথায় আছে ভক্তিতেই শক্তি, তাই বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে সঙ্গে ঈশ্বর আরাধনার মাধ্যমে এই সমস্ত অবহেলিত মানুষগুলি নতুন আলোর দিশা দেখতে পেয়েছে এবং ইসকনের এই অষ্টম বর্ষের অনুষ্ঠানে তাদের উপস্থিতি এবং ভক্তিগীতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মাধ্যমে তারা প্রমাণ করে দেয়, তারা আর পিছিয়ে থাকবে না এর পুরো কৃতিত্বই ইসকনের। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ অনুষ্ঠানের সূচনা হয়। উক্ত অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ট্রাইবাল কেয়ার ট্রাস্টের মহেশ চন্দ্র পট্টনায়ক, শ্রীধর পানিগ্রাহী, রুপিনী দেবী দাসী সহ ট্রাস্টের বহু পদাধিকারী সদস্যবৃন্দ। অতিথিদের বক্তব্যের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এই আদিবাসী সম্প্রদায়ের বহু কৃতী সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *