
নিজস্ব প্রতিনিধি, কলকাতা | ১৩ নভেম্বর ২০২৫
সাতদিনের টানা প্রদর্শনী, বিশ্বজোড়া সিনেমাপ্রেমীদের ভিড়, নন্দনে হাসি-উচ্ছ্বাস আর করতালিতে শেষ হলো ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF)।
শেষ দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন —
সিনেমা কোনো সীমানা মানে না। এটা আমাদের সংস্কৃতির গর্ব,মানবতার এক অভিন্ন ভাষা।”
রাজ্য সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ও কলকাতা ফিল্ম সেন্টারের শীর্ষ কর্মকর্তারা।
আন্তর্জাতিক বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে To the West in Zapata (পরিচালক: ডেভিড বিম)।
সেরা পরিচালক ললিত রথনায়েকে (Riverstone)।
বিশেষ জুরি পুরস্কার Lijepa Večer Lijep Dan (ইভোনা জুকা)।
ভারতীয় ভাষার বিভাগে সেরা ছবি Chhora Jastai (ত্রিবেণী রাই) ও সেরা পরিচালক প্রদীপ কুরবাহ (Ha Lyngkha Bneng)।
বাংলা প্যানোরামায় সেরা চলচ্চিত্র Porshi (চন্দ্রশীষ রায়)।

ডকুমেন্টারি বিভাগে সেরা Bijoyee Japoner Patkatha (জয়দীপ ব্যানার্জি)।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সেরা Nyingma… Through Her Eyes (লিটন পল)।
উদ্বোধন ও সমাপনী মঞ্চে ছিলেন
শত্রুঘ্ন সিনহা, সৌরভ গাঙ্গুলি, অরতি মুখার্জি, রমেশ সিপ্পি, সুজয় ঘোষ, সহ বহু শিল্পী ও অতিথি।
বিদেশি নির্মাতা ও সমালোচকদের উপস্থিতিতে উৎসব পেয়েছে আন্তর্জাতিক মাত্রা।
নন্দন প্রাঙ্গণে ছিল দর্শকদের ঢল, সিনেমা দেখা শেষে আলোচনায় মুখর কফি হাউস, আর ক্যামেরার ফ্ল্যাশে আলোকিত সন্ধ্যা।
আগামী বছর আরও বড় আয়োজন
KIFF আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে, আগামী বছর ৩২তম সংস্করণে বিশেষ গুরুত্ব পাবে দক্ষিণ এশীয় সিনেমা ও তরুণ নির্মাতাদের বিভাগ।
